ঢাকা, মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৬

২০২১ সালেই অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান

অনলাইন ডেস্ক
২০২১ সালেই অলিম্পিক আয়োজনে বদ্ধপরিকর জাপান

করোনাভাইরাস মহামারির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক। নতুন সূচি অনুযায়ী তা অনুষ্ঠিত হবে আগামী বছরের। কিন্তু বিশ্বজুড়ে চলমান মহামারি এখনো নিয়ন্ত্রণে না আসায় বিশ্বের সবচেয়ে ক্রীড়াযজ্ঞ নিয়ে অনিশ্চয়তার দানা বাঁধছে। জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানালেন. ২০২১ সালেই অলিম্পিক আয়োজন নিয়ে বদ্ধ পরিকর তার দেশ।

এ ব্যাপারে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও কথা বলেছেন সুগা। ভার্চুয়াল মাধ্যমে দেওয়া ভাষণে তিনি বলেন, “মানব সম্প্রদায় করোনা মহামারিকে হারিয়েছে, এটা দেখাতে আগামী বছরের গ্রীষ্মে টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক আয়োজনে জাপান বদ্ধপরিকর।”

“গেমস দুটিতে নিরাপদ ও সুরক্ষাপূর্ণ পরিবেশে আপনাদের স্বাগত জানাতে আমার চেষ্টার কোনো কমতি থাকবে না।”

আগামী বছর অলিম্পিক মাঠে গড়ানোর কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কিছু ইভেন্ট কাটছাঁট করার প্রস্তাবও দিয়েছেন উদ্যোক্তারা। করোনা পরিস্থিতির কারণেই এমন প্রস্তাব উদ্যোক্তাদের।

নতুন সূচি অনুযায়ী ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত। আর প্যারালিম্পিক শুরু হবে ২৪ আগস্ট থেকে; চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

উপরে