ঢাকা, মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
আপডেট : ১ নভেম্বর, ২০২০ ১১:১০

বিএনপির শামা ওবায়েদ করোনায় আক্রান্ত বিএনপির শামা ওবায়েদ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
বিএনপির শামা ওবায়েদ করোনায় আক্রান্ত
বিএনপির শামা ওবায়েদ করোনায় আক্রান্ত

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শামা ওবায়েদের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান জানান, শামা ওবায়েদ বর্তমান নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

শায়রুল আরো জানান, গত ২৯ অক্টোবর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি এবং তার স্ত্রী বর্তমান রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরে গত ৩০ অক্টোবর বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনেরও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

উপরে