ঢাকা, শুক্রবার, ১৬ মে, ২০২৫
আপডেট : ৮ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:৫০

কাশ্মীরে দুই বছর পর চালু ফোর-জি, বইছে খুশির বন্যা

অনলাইন ডেস্ক
কাশ্মীরে দুই বছর পর চালু ফোর-জি, বইছে খুশির বন্যা

প্রায় দুই বছর বন্ধ থাকার পর জম্মু ও কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয়েছে।  শনিবার (৬ ফেব্রুয়ারি) থেকে এই ইন্টারনেট সেবা চালু করা হয়। জম্মু-কাশ্মীরে চলছে খুশির বন্যা। এতদিন বাকি জেলাতে ইন্টারনেট স্পিড টু-জিতে সীমাবদ্ধ ছিল।

কাশ্মীরের রাজৌরি জেলার এক কিশোরী বলেন, 'আগে আমার অনলাইন ক্লাস মাঝপথেই বন্ধ হয়ে যেতো। কিন্তু এখন থেকে আর তা হবে না'। একই জেলার আরেক বাসিন্দা জানান, '৪জি ইন্টারনেট সার্ভিস চালু করায় সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। এতে আমাদের জীবন আরো সহজ হবে'।

বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদকে জম্মু ও কাশ্মীরের উচ্চ গতির ইন্টারনেট নিষিদ্ধের কারণ হিসেবে উল্লেখ করেছিল সরকার। গত বছরের আগস্টে, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে বলেছিল, 'জম্মু ও কাশ্মীরে ট্রায়ালভিত্তিতে ফোর-জি ইন্টারনেট অ্যাক্সেসের অনুমতির বিষয়টি একটি বিশেষ কমিটি খতিয়ে দেখছে'। কেন্দ্র থেকে আরও বলেছিল, 'জম্মু অঞ্চলের একটি জেলা এবং কাশ্মীরের একটি জেলায় ফোরজি অ্যাক্সেস দেওয়া হবে'।  ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ঘোষণার সময় জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। ৩৭০ ধারা বাতিলের ফলে জম্মু ও কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারায়। ফলে জম্মু, কাশ্মীর ও লাদাই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়।

উপরে