ঢাকা, রবিবার, ১৮ মে, ২০২৫
আপডেট : ৫ নভেম্বর, ২০২০ ২২:৫২

এবার হারলে ২০২৪ সালেও লড়বেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
এবার হারলে ২০২৪ সালেও লড়বেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প এবারের মার্কিন নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলে ২০২৪ সালে আবার ভোটে দাঁড়াবেন বলে আশা করছেন তার সমর্থকেরা।

ট্রাম্পের সাবেক কমিউনিকেশনস ডিরেক্টর ব্রায়ান লানজা একাধিক মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ‘তিনি শক্তভাবে ফিরে আসতে পারেন। আশা করছি সামনের নির্বাচনেও তাকে দেখা যাবে।’পরবর্তী মার্কিন নির্বাচনের

সময় ট্রাম্পের বয়স হবে ৭৮। বাইডেন থাকবেন ৮১তে।লানজা মনে করেন, বাইডেন ছাড়া অন্য কেউ ট্রাম্পের বিপক্ষে দাঁড়ালে ট্রাম্প সহজেই জয় পেতেন।

নির্বাচনে উত্তরাঞ্চলের ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত মিশিগান ও উইসকনসিনে জেতার পর বাইডেনের ইলেক্টোরাল কলেজ ভোট ২৬৪-তে পৌঁছেছে। ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১৪। মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০টি।

ভোট গণনায় জালিয়াতির অভিযোগ তুললেও এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প। বন্ধের দাবিতে ইতিমধ্যে তিনি মামলা করেছেন।বাংলাদেশ সময় বৃহস্পতিবার ৮টা ১৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ভোট গণনা থামাও।

এর আগে যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে নিজের ভাষণে বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে তাদের বঞ্চিত করার চেষ্টায় আছে একদল বাজে লোক।’

‘আমরা বড় ধরনের উদ্যাপনের জন্য প্রস্তুত ছিলাম। সব কিছুই জিতছিলাম। হঠাৎ থামিয়ে দেয়া হয়েছে।’

উপরে