সীমান্তে চীন ফের উস্কানিমূলক সামরিক পদক্ষেপ নিয়েছে: ভারত

লাদাখ সীমান্তে চীন ফের উস্কানিমূলক সামরিক পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি বলা হয়। বিবৃতিতে বলা হয়, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল চীনা সেনারা। ভারতীয় সেনা তা প্রতিহত করে। কিন্তু চীনা সেনা নিজেদের অবস্থানে বদল ঘটানোর জন্য এগিয়ে এসেছিল।
গত ২৯ ও ৩০ তারিখের মধ্যবর্তী রাতে প্যাংগংয়ের নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘাতের ঘটনা ঘটে। এই ইস্যুতে দুই দেশের সামরিক স্তরে বৈঠক হয় বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ভারত কোনও ভাবেই সেনা অবস্থানের বদল চায় না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ৩০শে অগাষ্ট প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যে এলাকায় ঢুকতে চেয়েছিল চীনা সেনারা, সেই এলাকার দখল নিয়েছে ভারত। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তের ওপর এখন উড়ছে ভারতীয় পতাকা।