ঢাকা, মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
আপডেট : ১৬ আগস্ট, ২০২০ ১২:৪২

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক
টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের জাদিমুরা এলাকা থেকে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের জাদিমুরা ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে, এমন গোপন খবরে অভিযান চালায় বিজিবির দমদমিয়া বিওপির বিশেষ টহলদল।

পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে রেখে পালিয়ে যান। এরপর ওই বস্তাগুলোতে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

 

উপরে