ঢাকা, সোমবার, ১২ মে, ২০২৫
আপডেট : ২৫ আগস্ট, ২০২০ ১৪:০৮

গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ প্রতারক গ্রেফতার

অনলাইন ডেস্ক
গাজীপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ প্রতারক গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন আউটপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-১।

সোমবার (২৪ আগস্ট) রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম আনোয়ার পাশা (৩০)। তিনি ময়মনসিংহের পাগলা থানার শহীদনগর এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

গাজীপুর র‍্যাব-১ এর লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় বসবাস করতেন আনোয়ার পাশা। সেখান কখনো মেজর শাহীন, কখনো মেজর মাসুদ রানা এবং র‍্যাবের অধিনায়ক পরিচয় দিয়ে আসছিলেন তিনি। এছাড়া, র‍্যাবের পোশাক পরা অবস্থায় ফোন দিয়ে দেশের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশ ও রকেটের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন তিনি। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব-১। পরে আউটপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে র‍্যাবের একটি পোশাকও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপরে